
চট্টগ্রামে আজ আবারও ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বিকেলে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৩টা ৪৭ মিনিটে চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।
তিনি বলেন, 'ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমার-ভারত সীমান্ত। এটি ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর সিসমিক সেন্টার থেকে প্রায় ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।'
এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও চট্টগ্রামসহ দেশে উত্তরাঞ্চল। এটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
একই উৎপত্তিস্থল থেকে আজ দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়।
Comments