
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।
গুরুতর অবস্থায় আহত নাদিম খানকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাদিম খান কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ খানের সমর্থক। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।
নাদিমের সঙ্গে থাকা মাসুদ শেখ (৩৫) নামে হানিফ খানের আরেক সমর্থককেও পিটিয়েছে হামলাকারীরা।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ অভিযোগ করেন, কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনের লোকজন তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
মাসুদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে নাদিম মাসুদের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে শিহাবের ভাই ফারুক শেখ এবং তাদের আরেক সহযোগী মোহাম্মদ আলীর নেতৃত্বে ১০-১২ জন নাদিমকে ধরার জন্য মাসুদের বাড়িতে যায়। নাদিম ও মাসুদ পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাদেরকে মাঠের মধ্যে ধরে ফেলে কুপিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে ফারুক বা মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, হামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান শিহাব।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান বলেন, 'পূর্ব শত্রুতা এবং স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'
Comments