
জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শোলজ। আজ বুধবার তার শপথের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর হিসেবে অ্যাঙ্গেলা মের্কেলের ১৬ বছরের কার্যকালের অবসান ঘটল।
সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী শোলজ প্রত্যাশিতভাবে পার্লামেন্টের ভোটে জিতেছেন। গত সেপ্টেম্বরে ফেডারেল নির্বাচনে এসপিডির জয়ের পর কয়েক মাস ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি এটি।
আনুষ্ঠানিক প্রোটোকল অনুসরণ করে শোলজ আজ জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের সঙ্গে দেখা করতে যান। প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাকে দেশের নতুন চ্যান্সেলর হিসাবে নিয়োগ দেন। এরপর তিনি পার্লামেন্টে শপথ নেন।
এসপিডির আজীবন সদস্য শোলজ ২০০০ এর দশকের শেষের দিকে মার্কেলের প্রথম কোয়ালিশন সরকারে শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি হামবুর্গের মেয়র নির্বাচিত হন। ২০১৮ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। তারপর তিনি মের্কেলের গ্র্যান্ড কোয়ালিশন সরকারে ভাইস-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মের্কেল সরকারের ভাইস-চ্যান্সেলর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং সেপ্টেম্বরের নির্বাচনে বিজয়ে সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতৃত্ব থাকা শোলজ চ্যান্সেলর প্রার্থী হিসেবে নিজের ধারাবহিকতা ধরে রেখেছিলেন।
জার্মান পার্লামেন্ট 'বুন্ডেস্ট্যাগে' ৩৯৫ ভোটের মধ্যে ৩০৩ ভোট পেয়ে তার নিয়োগ নিশ্চিত হয় এবং এরপর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার তাকে আনুষ্ঠানিকভাবে নবম ফেডারেল চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেন।
নতুন সরকারে ওলাফের মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট দলের সঙ্গে থাকছে গ্রিন পার্টি ও ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্রেট পার্টি।
Comments