
ইমরান মাহফুজ
ইমরান মাহফুজের জন্ম ১০ অক্টোবর কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ১৯৯০। সম্পাদনা করেন কালের ধ্বনি। তার সম্পাদনা ও গবেষণা গ্রন্থ বিশ্ববিদ্যালয়ে অনার্স, মার্স্টাস ও এমফিলে পাঠ্য সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহার হচ্ছে গত ৪ বছর ধরে। তার ২টি কবিতার বইসহ প্রকাশিত গ্রন্থ ৮টি।